Posts

মহারানি❤️

Image
মনে পড়ে সেই আঁধার রাত্রি বুঝিনি কিভাবে জ্বালিয়াছ সেই বাতি ।  অন্ধকারের আছ্বাদন ভেদে  দেখআইয়াছ এক নুতন ভোরের ছাতি । মনে পড়ে সেই প্রথম  চশমার বিকিরিত প্রভা, "শেয়াল পণ্ডিত" আখ্যা  যেন কালজয়ী সভা। দেখিলাম এক রাশি গোলাপ এর স্তবক   উন্মাদিত করেছিল কেশরী মস্তক।  সেই আঁধারি রাত জাগিয়েছিল মোর প্রথম নিদ্রা   উপায় কি ছিল কোন ভাবে আনতে পেরে ছিল কি তন্দ্রা? যখন সেই দিন আসে অব্যাহত  মিলিয়ে দিয়ে গেল মোর সমস্ত ক্ষত। তারই পিছু লয়ে দেখি সেই মহাদ্বুতি দেখি সেই বিস্ফোরক সাম্রাগি। তার প্রভা যেন  ঝড় তোলে  মরুভূমির মরীচিকায় আশার প্রতিবিম্ব দোলে ।  এরূপ উদ্বেগে পঞ্জরাস্থি অট্টহাস্য করে   হৃদয়য়ের ধুকপুক অট্টালিকা গড়ে। বুঝিয়ে দিলে তুমি সেই মেদিনীভেদী চাবি  আর কেউ নয়  তব , মম  "বাবি"। অজস্র প্রহর কাটিল বেলা  হাজারো স্বপ্নের মেলা।  তবু যেন অন্তরাল মেলে না কোথাও আবদার কোথাও বা  বেদনা ।  জানা  আছে কি কোন ঠিকানা ? হৃদয়ের প্রান্তর জুড়ে মেলিয়াছ সেই ডানা শুধু ভাবা নয় আনতেই হবে একশত "রামগুড়ুরের ছানা"। এরূপ বার্তায় আসে তব হাসির পরিপাটি  সেই হাসি আনে মনে ঐশ্বরযের আঁটি । যখন কর চিত্রাঙ্কন, ভিম